আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ তারিফুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১) মুক্তাদুল (২০), পিতা-মোঃ মতিয়ার রহমান, ২) মোঃ রাসেল (২১), পিতা- মোঃ রায়হান আলী, উভয় সাং-পাইকপাড়া (মাঝের পাড়া), থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে আলমডাঙ্গা থানাধীন আইলহাস ইউনিয়নস্থ পাইকপাড়া (মাঝের পাড়া) গ্রামের ক্যানালের পাড়ে জনৈক ইয়ামিন (৪০), পিতা-মৃত দাউদ মন্ডলের চায়ের দোকানের অনুমান ৪০ মিটার দক্ষিণ-পশ্চিম কোণে ক্যানালের পাড়ে ঘাসের উপর হতে ১২-০৫-২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ২২.৩০ ঘটিকার সময় জুয়া খেলারত অবস্থায় জুয়ার বোর্ড, তাস ও নগদ টাকাসহ হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়।