পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের শহরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা।
উল্লেখ্য গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর সরাসরি গুলিবর্ষণকারী খুনি,ও বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাঈদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া কর্মসূচি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। ফ্যাসিবাদী পুনরায় প্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দিবে ইনশাআল্লাহ। তারও অংশ হিসেবে (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকাল ৩:৩০টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিবিজড়িত শহীদ চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় সাধারণ ছাত্র-জনতা । পরে বিকেল ৫টার দিকে শহরের গোডাউন মোড়ের বাড়ির দিকে রওনা দেয়। সেখানে পোঁছে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ছাত্র-জনতা। ব্যাপক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। সেখানে অনেকেই গানের তালে তালে উল্লাস দেখা যায়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এ ব্যাপারে প্রশাসনের কেউ মন্তব্য করতে চাননি।