মোঃ জিহান চট্টগ্রাম প্রতিনিধি।
পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও পদুয়ার গর্ব জনাব ড. মহিউদ্দিন সাহেবের একান্ত প্রচেষ্টায় বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে আজ বিদ্যালয় পরিদর্শনে আসেন জেলা তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি, জননেতা অধ্যাপক মাওলানা আবুল কালাম, অভিভাবক সদস্য জনাব আবুল হাশেম সওদাগর, সহকারী প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাননীয় সচিব মহোদয়ের নির্দেশনায় অতি শীঘ্রই বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ শুরু হবে— ইনশাআল্লাহ। বিদ্যালয়ের উন্নয়নে এ উদ্যোগ এক নতুন দিগন্তের সূচনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সবাই।
—