জিহান চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোর মারাত্মকভাবে আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।
তাকে তাৎক্ষণিকভাবে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুঃখজনকভাবে, আহত ছেলেটির সঙ্গে কোনো পরিচয়পত্র বা যোগাযোগের উপায় পাওয়া যায়নি এবং তার কোনো অভিভাবকও হাসপাতালে উপস্থিত হননি।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানানো হয়েছে, ছেলেটির পরিচয় শনাক্ত ও পরিবারের খোঁজ পেতে সকলের সহযোগিতা প্রয়োজন।
যদি কেউ ছেলেটিকে চিনে থাকেন বা তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে দ্রুত যোগাযোগ করুন:
০১৭৩০-৩২৪৪৫৫ (সাতকানিয়া হাসপাতাল ইমারজেন্সি)
মানবিক কারণে পোস্টটি বেশি বেশি শেয়ার করুন যেন দ্রুত তার পরিবারের সন্ধান পাওয়া যায়।