ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের ব্যবস্থাপনায় ৩৮৬তম রোভার স্কাউট লিডার বেসিক কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার ১১টায় ঝালকাঠি যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রে ৫দিন ব্যপী এ কোর্সের উদ্ভোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মো. আশরাফুর রহমান। বেসিক কোর্সে প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সেশন নেন বাংলাদেশ স্কাউট এর লিডার ট্রেনার গুঠিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ এসএম তাইজুল ইসলাম, লোহালিয়া মুক্ত রোভার স্কাউটের প্রফেসর আবুল কালাম আজাদ, বরিশাল সরকারী মডেল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যপক মুহাম্মদ মাসুম বিল্লাহ(এএলটি), পটুয়াখালী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাকটর মো. মাহবুব আলম, ঝালকাঠি সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাকটর প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, (সিএলটি), মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে এম শলিফুল কামাল (সিএলটি), ফুলতলা সরকারী মহিলা কলেজের শিক্ষক ফাতেমা তুজ জোহরা, বনশী আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক ফাতেমা বেগম, যশোর ক্যান্টমেন্ট কলেজের সহকারী অধ্যাপক মো. জিয়াউল ইসলাম (্উডব্যাজার), বরিশাল আনোয়ার উদ্দিন আলিম মাদ্রসার প্রভাষক মো. শান্ত ইসলাম(্উডব্যাজার)। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝালকাঠির জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মাসুম ও যুগ্ম সম্পাদক সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপের সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম রেজাউল করিম। প্রায় অর্ধ শতাধিক কলেজ ও মাদ্রসা থেকে রোভার স্কাউট ওরিয়ন্টেশন কোর্স করা শিক্ষকরা এ বেসিক কোর্সে অংশগ্রহন করেন।
কোর্স উদ্ধোধনের পরে জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান বলেন, স্কাউটের সাথে যারা জড়িত আছে তারা অন্যদের তুলনায় আলাদা। একজন স্বেচ্ছায় প্রশিক্ষিত স্কাউট ছেলে মেয়ে মানবিক গুনাবলী সম্পন্ন হয়ে থাকে। আমাদের ছেলে মেয়েদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শারিরিক ও মানষিক চর্চার বিকল্প নেই। স্কাউট সদা জাগ্রত। স্কাউট কার্যক্রমে যুক্ত হলে স্বেচ্ছাশ্রমে এ এগিয়ে আসবে শিক্ষার্থীরা। তাই প্রত্যেক শিক্ষার্থীকে মানবিক ও সামাজিক গুলাবলী শেখাতে স্কাউট কার্যক্রমের সাথে যুক্ত করার পরামর্শ দেন তিনি।