সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির নলছিটি উপজেলায় বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ১৪টি গাঁজা গাছসহ দুইজনকে গ্রেফতার করেছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ১ মে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এসআই সুবর্ণ চন্দ্র দে-এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার ৮নং সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি এলাকায় অভিযান চালায়। স্থানীয় একটি বসতঘরের দক্ষিণ পাশের পুকুরপাড়ে ভুট্টা ক্ষেতে রোপণ করা গাঁজা গাছগুলো শনাক্ত করে তারা।
অভিযানে মোঃ জুয়েল হাওলাদার (৩২) ও মোঃ হৃদয় মোল্লা (১৯) নামে দুইজনকে আটক করা হয়। তাদের বসতঘরের পাশেই গাঁজা গাছের পরিচর্যা করা হচ্ছিল বলে পুলিশ জানায়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা গাছের মধ্যে ১০টি গাছের উচ্চতা ছিল প্রায় ২ ফুট এবং ৪টি গাছের উচ্চতা ছিল ৩ ফুট। মোট ১৪টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে গাছগুলো জব্দ করা হয় এবং আসামিদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠি।
সূত্র: অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ঝালকাঠি।