মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আটলিয়া ইউনিয়ানাধীন নরনিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতদের একজন মোছা: মাজেদা খাতুন (৪৮)
নরনিয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদের স্ত্রী। অপরজন রোকেয়া খাতুন একই এলাকার ফজর আলী সরদারের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী দ্রুতগতির নওগাঁ-চ-০৮-০০০২ নম্বরের তেলবাহী একটি ট্রাক নরনিয়া মোড় এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দু গৃহবধূকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই দু নারীর মৃত্যু হয়। যদিই ঘটনার পরপরই ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
এ খবর প্রকাশ হওয়া পর্যন্তা নিহতদের লাশ ঘটনাস্থলেই ছিল।