দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ গ্রেফতার ০১
তানজিল আহমেদ রনি চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) তাইফু্জ্জামান, এসআই (নিঃ) মোঃ সুজন আলী সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন ঝাঁঝাডাঙ্গা গ্রামস্থ চৌরাস্তার মোড়ে মোঃ আব্দুর রাজ্জাক, পিতা-মোঃ কায়দার আলী, সাং-ঝাঁঝাডাঙ্গা (মাদ্রাসাপাড়া) থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ইং-০৫/০৫/২০২৩ তারিখ আনুমানিক ০৭:৩০ ঘটিকার সময় আসামী ১। মোঃ হাদী (৩৫), পিতা-মোঃ আব্দুল মান্নান, সাং-ঝাঝাডাঙ্গা, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গার হেফাজত হতে ভারতীয় আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ১২০ (একশ বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করেন এবং ঘটনাস্থল হতে আরেকজন আসামী দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।