মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
মহান মে দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা ব্যাটারি চালিত ইজিবাইক মালিক-শ্রমিক-চালক সোসাইটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শ্রমিকেরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে প্রয়াত শ্রমিকের পরিবার, অসুস্থ সদস্য এবং অন্যান্য সহায়তা প্রয়োজনীয় শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। অনুদানের মধ্যে ছিল এককালীন মৃত সহায়তা, বিবাহ অনুদান, চিকিৎসা অনুদান ও শিক্ষা সহায়তা। এসময় মোট ৩০ জনকে সর্বমোট ১ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেদুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান, শাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ মোঃ মমিনুল ইসলাম, এমডি ব্যাটারি অ্যান্ড অটো-এর মোঃ রফিকুল ইসলাম রফিক, হাউসিং অটো বাইকের মোঃ তরিকুল ইসলাম, মিলন এন্টারপ্রাইজের মোঃ মিলন, জেরিন এন্টারপ্রাইজের মোঃ জুবায়ের আলম, এবং শাহ ব্যাটারির মোঃ শাহ মোস্তফা।
সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মোঃ নুরুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব আলী।
এছাড়াও পৌর কমিটি, ১২টি ওয়ার্ড এবং ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল স্ট্যান্ড শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শ্রমিকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।