মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ১ মে ২০২৫
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র্যালী নিয়ে সার্কিট হাউজ মাঠে এসে শেষ হয় । পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সবুর আলী, বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওয়াহাব, জেলা সম্মানিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মর্তুজা শিপলু , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলা বিভিন্ন শ্রমিক নেতাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের স্ব স্ব উদ্যোগে মে দিবস উদযাপন করছে।