মোঃ জিহান বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম, ২৯ এপ্রিল ২০২৫:
পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়ের প্রাত্যহিক অ্যাসেম্বলিতে আজ নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ-প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও নৈতিকতা, দায়িত্ববোধ এবং নিজ নিজ লক্ষ্য অর্জনের প্রতি গুরুত্বারোপ করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা এই নির্দেশনাগুলো মেনে চললে বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন সম্ভব হবে।
—