আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি
খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা চিরানো কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয় উদ্ভোদন করা হয়েছে ,শুক্রবার (০২ মে) বিকাল সাড়ে চারটায় পানছড়ি বাজারে সমিতির নতুন কার্যালয়ে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান’র সঞ্চালনায় ও সভাপতি মোঃ মাসুদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামান অলি সহ সমিতির সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।