জুবায়ের খান প্রিন্স, পাবনা: “চৌষট্টি বছর পূর্তিতে, এগিয়ে যাই সম্প্রীতিতে”—এই স্লোগানে আজ ১ মে, পাবনা প্রেসক্লাব উদযাপন করছে তার গৌরবময় ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৬১ সালের এই দিনে শহরের “সানভিউ ভিলা”য় সাংবাদিক একেএম আজিজুল হক বিএসসি ক্যালের সভাপতিত্বে ক্লাবের প্রতিষ্ঠা সভা অনুষ্ঠিত হয়। তিনি প্রথম সভাপতি ও রণেশ মৈত্র প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাবনা প্রেসক্লাবের সদস্য সংখ্যা বর্তমানে ৬২ জন। এদের মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ২২তম সদস্য হিসেবে যুক্ত ছিলেন এবং আজ তিনি দেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি। এছাড়াও স্কয়ার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী, ভাষা সৈনিক আব্দুল মতিনসহ অনেক গুণীজন এই ক্লাবের সম্মানিত আজীবন সদস্য ছিলেন। প্রেসক্লাবের প্রতিষ্ঠার বছরেই ৮ ও ৯ মে অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান মফস্বল সাংবাদিক সমিতির প্রথম সম্মেলন, যা পরবর্তীতে বাংলাদেশ সাংবাদিক সমিতিতে রূপ নেয়। এই সম্মেলনের মাধ্যমেই মফস্বল সাংবাদিকতার পেশাগত স্বীকৃতির সূচনা ঘটে। পাবনা প্রেসক্লাবের গঠনতন্ত্রে উল্লেখ আছে, কেউ পরপর দুইবারের বেশি সভাপতি বা সম্পাদক হতে পারবেন না—যা নেতৃত্বে গুণগত পরিবর্তন এবং নতুনদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। শুরু থেকেই সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচন চলে আসছে, যা দেশের অন্যান্য প্রেসক্লাবের জন্য দৃষ্টান্ত। এই ক্লাবের ৭ জন সদস্য মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং ৩ জন একুশে পদকে ভূষিত হয়েছেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময় পর্যন্ত অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করেছেন। যথাযোগ্য মর্যাদায় ৬৪ বছর পূর্তি উপলক্ষে আজ বর্ণাঢ্য র্যালি, কেক কাটা এবং তিনদিনব্যাপী আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
জুবায়ের খান প্রিন্স ০১৭১২-৯৯৮৫৬৭