পাবনা জেলা প্রতিনিধি:
আরিফ খান জয়
পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে নেতা-কর্মীদের ঢল নেমেছে।দোগাছি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে এই সমাবেশ শুরু হয়। সমাবেশ বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দেয়।
রোদ বৃষ্টি উপেক্ষা করে ব্যানার, ফেস্টুন ও মাথায় টুপি পরে নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেয়।
অনেককে ঢাক-ঢোল বাজাতে দেখা গেছে। এছাড়া দলীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন নেতা-কর্মীরা।
সমাবেশের প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস
বিশেষ অতিথি, এ,কে, এম মুসা সাবেক সভাপতি পাবনা সদর উপজেলা বিএনপি, প্রধান বক্তা, রেহানুল ইসলাম বুলাল সাবেক সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি,
সার্বিক তত্ত্বাবধানে দোগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী ও সাবেক সহসভাপতি সদর উপজেলা বিএনপি
জেলা যুবদলের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. রহিম খান, জেলা জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সহসভাপতি রেজাউল করিম, ইউনিয়ন বিএনপি নেতা আরমান খান, মিঠুন সর্দার,রুবেল খানসহ চর আশুতোষ পুর উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও উত্তরবঙ্গের ছাত্র পরিষদের নেতা সালেক খান ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ,উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন। কর্মী সভাটি সঞ্চালনা করেন মানিক ড্রাইভার।
কর্মী সমাবেশ ঘিরে বেলা ২টা থেকে দোগাছি ইউনিয়ন বিএনপি’সহ আশপাশের ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা চর আশুতোষপুর স্কুল মাঠের সামনে জড়ো হতে থাকেন।
প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে বেলা ৬টায় দিকে কর্মী সমাবেশটি সমাপ্ত ঘোষণা করা হয়।