পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার সদর উপজেলার পশ্চিম বলরামপুর খটখটি পাড়া। ঈদের দিন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১জন নিহত এবং ৫জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট মাঠে খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত ব্যক্তিবর্গ তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ঘটনাটি সমাধান জন্য দুই পক্ষকে বসার জন্য ডাকেন।
উপস্থিত ব্যক্তিদের মধ্যে করিম সরদার, আজিরউদ্দিন সরদার, কাসেম সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। তারা আপাতদৃষ্টিতে না ঘটনাটির মীমাংসা করলেও, পরবর্তীতে জিয়ার নেতৃত্বে সাগর প্রামাণিকের ওপর হামলা চালানো হয়।
এ সময় সাগরের ফুপি ও অন্যান্য উপস্থিত ব্যক্তিরা বাধা দিতে গেলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। গুরুতর আহত জখম অবস্থায় দুই পক্ষের লোকজন কে পাবনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সজিরন বেগমের(৪৫) শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।
তবে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে চিকিৎসাধীন অবস্থায় সজিরন বেগম মৃত্যু বরণ করেন। পরে গুরুতর আঘাত প্রাপ্ত মোস্তফা সদ্দারকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
আর আহত বাকিরা পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
সজিরন বেগমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনাকার পরিবেশ তৈরি হয়, পরে থানা পুলিশের উপস্থিতিতে পরিবেশ নিয়ন্ত্রণে আসে। উত্তেজনাকার পরিবেশ নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ময়নাতদন্ত শেষে প্রকৃত দোষীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।