মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বৃহস্পতিবার (১মে) সকাল ১১,টার সময় শাহজাদপুর উপজেলার খঞ্জনদিয়ার (পারকোলা রোডে)” মুক্তি চিকিৎসালয়” এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় “বাংলাদেশ গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতির” যুগ্ম মহাসচিব ও সভাপতি শাহজাদপুর উপজেলা গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতি জনাব গ্ৰাম ডাক্তার মুন্সী জনাব মোঃ আব্দুস সালাম,
উপস্থিত ছিলেন মুক্তি চিকিৎসালয় এর স্বত্বাধিকারী গ্ৰাম ডাক্তার মুক্তি রানী সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বাংলাদেশ গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতির” সহ-সভাপতি গ্ৰাম ডাক্তার মোঃ খোদা বক্স মন্টূ , জনাব গ্ৰাম ডাক্তার মোঃ আব্দুল করিম,
শাহজাদপুর পৌরসভা “বাংলাদেশ গ্ৰাম ডাক্তার কল্যাণ সমিতির” সভাপতি জনাব ডাক্তার মোঃ জাকারিয়া হোসেন, (এম,এস-সি; ডিএমএফ (ঢাকা); পিজিডি: পিজিসি(এফএম), শাহজাদপুর উপজেলা সমাজকল্যাণ সম্পাদক জনাব ডাঃ মোঃ কামাল হোসেন, এডিইউএমএস(ইউনানী মেডিসিন), ডিএমএস (ঢাকা), উপজেলা প্রচার সম্পাদক গ্ৰাম ডাক্তার মোঃ মনির হোসেন, গ্ৰাম ডাক্তার মোঃ মিলন রহমান প্রমুখ ও অত্র এলাকার প্রধানগণ ও জনসাধারণ।