মোঃ শামীম হোসেন- খুলনা বিভাগীয় প্রতিনিধিঃ-
খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ও বানিশান্তা ইউনিয়নের অসহায় মানুষের মাঝে ১৯ টি সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক ও অসহায় নারীকে স্বাবলম্বী করতে দশটি সেলাই মেশিন বিতরন করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসুচী(এ.ডি.পি) অর্থবছর-২০২৪-২০২৫ বাস্তবায়নে- উপজেলা পরিষদ, দাকোপ, খুলনা উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুবিধা গ্রহনকারী জনগণ। ০১ মে বৃহস্পতিবার বেলা ১২ টায় লাউডোব ফেরী ঘাট সংলগ্ন উন্মুক্ত খোলা স্থানে এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে পানির ট্যাংক ও সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসমত হোসেন , উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা এজিডি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, উপজেলা সার্ভেয়ার মিলন হোসেন, বানিশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়,বাজুয়া ও বানিশান্তা পরিষদের সদস্যবৃন্দসহ স্থানীয় জনগণ।