আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
পার্বত্য অঞ্চলে শিক্ষা ও ক্রীড়ার প্রসারে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে পানছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টায় পুজগাংমুখ উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এ আয়োজনের নেতৃত্ব দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি। তিনি নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়ক বই ও খেলাধুলার সরঞ্জাম তুলে দেন।
অনুষ্ঠানে পুজগাংমুখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আয়োজনটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে।
বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিল বিভিন্ন শ্রেণির গাইড বই। পাশাপাশি ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ভলিবলের নেট, হ্যান্ডবল, মেয়েদের স্কিপিং রশি ও ক্রিকেটের সরঞ্জাম।
লেফটেন্যান্ট কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া জানান, পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে গতিশীল রাখার লক্ষ্যে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষা ও খেলাধুলা তরুণ প্রজন্মের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম চলমান রাখার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ভবিষ্যতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচিও হাতে নেওয়া হবে !