মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি :
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য আহতদের সম্মাননা ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে। এনসিপির দলীয় ম্লোগান “প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুন্ন থাকুক দূর হোক সকল বৈষম্য।”
বৃহস্পতিবার (১ মে ২০২৫) বিকেল ৫টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রেজাউল ইসলাম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা প্রতিনিধি একরামুল আবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ সাহাবুদ্দিন খোকন, দিনাজপুর বেসরকারি বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোঃ আনিসুজ্জামান মিলন, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহিম, শহীদ আলামিনের ছোট ভাই, নাগরিক কমিটির প্রতিনিধি মিনহাজ জামান, জাতীয় নাগরিক পার্টি চিরিরবন্দর উপজেলা সভাপতি সোহেল সাজ্জাদ, শহীদ হাফেজ সুমন পাটোয়ারীর পিতা, শহীদ আসাদুল হক বাবু’র স্ত্রী প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যাকারি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। ফ্যাসিস্টদের বিচারের আগে দেশে কোন নির্বাচন হবে না। ফ্যাসিস্টদের কোন অবস্থাতেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।