ইমরান হোসেন বিশেষ প্রতিনিধি
আমরা সবাই সেই মানুষ গুলোকে সম্মান করি যাদের সবাই অক্লান্ত পরিশ্রমে আর খাদ্য উৎপাদন হয়। শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই সকল মেহনতী মানুষদের।এটাই হোক আমাদের আগামীর অ”ঙ্গিকার।
মাটির গান/ ইমরান হোসেন /রাজিয়া আক্তার পপি
তারিখ -১১/০৯/২০২৩ ইং
মাটির মানুষ, মাটির কথা ভাবে বলো ক’য়জনা!
ফসল বুনে উজ্জ্বলতার হাসি হাসে নয়জনা।
প্রেমের টানে কাটে কৃষক ফসল ভরা মাঠ,
পেটের টানে সব ভুলে যায় ভুলে বিদ্যা পাঠ।
লেখা পড়া অনেক করেও নওতো তবু জ্ঞানী,
বীজ বপনে হয় যে সফল কৃষক শুধু জানি,
মন্ত্র আমার নেইকো কোন মন্ত্র আমার শ্রম,
বীজ বপনের খেলায় কৃষক করিনাকো ভ্রম।
হার জিতের লড়াইয়ে কে হারে কে জিতে,
আহার তোমার যোগায় যে জন সে জিতে এমনিতে!
জানোনাকো গড়তে সমাজ,বুনতে কোন ফসল,
বড় বড় কথার নিচে গোপন থাকে আসল।
অট্টালিকায় থেকে করো রোজ শিল্পের বড়াই,
তোমার খাদ্যের যোগান দাতা,আমি কেন ডরাই?
ধিক তবে, এহেন সমাজ,জানেনা যারা মূল্য,
তাদের জীবন বৃথাই রবে,বলদ সমতুল্য।
বলদ যেমন হাল চাষ দেয়, নিজের দেহ খেটে,
সন্ধ্যা বেলা আহার পেলেই সুখটুকু তার মেটে।
মানুষ হয়ে মানুষেরে নয়তো অবহেলা,
অট্টালিকা ঘোর ভেঙে তাঁর আসবে যখন বেলা,
সেইতো আনবে নতুন করে কৃষকের মুখে হাসি,
রাগ নয়,ক্ষোভ নয়,দুঃখ নয় চলো মাটি ভালোবাসি।
লেখক এক ভাই
এক বোন